আনসার ও ভিডিপির দায়িত্ব
নাগরিকসেবার তথ্য সারণী
ক্রঃ নং | বিভাগ/দপ্তর | সেবাসমূহ/সেবার নাম | দায়ীত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীর নাম | সেবা প্রদানের পদ্ধতি | সেবা প্রাপ্তীর প্রয়োজনীয় সময় | সেবাপ্রাপ্তীর জন্য প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুসাংগীক খরচ | সংশ্লিষ্ট আইন কানুন/বিধিবিধান | নির্দিষ্ট সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারেরউপায় | Frequency |
---|---|---|---|---|---|---|---|---|---|
১(ক) | উপজেলা আনসার-ভিডিপি অফিসারের অফিস | গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ(ভিডিপি পুরুষ ও মহিলা | ১।উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ২। উপজেলা প্রশিক্ষক/প্রশিক্ষিকা ৩।ইউনিয়ন দলনেতা/দলনেত্রী | আর্থিকবছরের শুরুতে বাৎসরিক প্রশিক্ষণ নির্দেশিকা প্রাপ্তির পর উপজেলা আনসারভিডিপি কর্মকর্তা উপজেলা প্রশিক্ষক/প্রশিক্ষিকা ও ইউনিয়ন দলনেতা/দলনেত্রীরসাথে পরামর্শক্রমে প্রাথমিক প্রশিক্ষণ গ্রাম নিবার্চন করে জেলাকমান্ড্যান্ট এর অনুমোদন গ্রহণ করার পর যেসমস্ত গ্রাম প্রশিক্ষণের জন্যনিবার্চিত হবে সেসমস্ত গ্রাম যে ইউনিয়নের অন্তর্ভুক্ত সেই ইউনিয়নেরদলনেতা/দলনেত্রীকে উপজেলা প্রশিক্ষক/প্রশিক্ষিকার তত্বাবধানেপ্রশিক্ষণার্থী বাছাই এর দায়িত্ব প্রদান করবেন পাশাপাশি উপজেলা আনসারভিডিপি কমর্কর্তা উপজেলা নিবাহী কমর্কর্তা, মৎস্য,প্রাণী সম্পদ, কৃষি, স্বাস্থ্য, জনস্বাস্থ্য প্রকৌশল, পরিবার পরিকল্পনা, মহিলা বিষয়ক কমর্কর্তা, সমবায়, বিআরডিবি, ব্যবস্থাপক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক এবং থানাভারপ্রাপ্ত পুলিশ কমর্কর্তা গণের মধ্য হতে যে কোন সাত জনের সাথে সমন্বয়সাধন পূবর্ক প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনের ব্যবস্থা করবেন। সংশ্লিষ্টইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যনকে অবহিত করবেন। | ১০ (দশ) কর্মদিবস | বিনামূল্যে। | গ্রাম প্রতিরক্ষা দল আইন, ১৯৯৫ ও বাৎসরিকপ্রশিক্ষণ নির্দেশিকা | জেলাকমান্ড্যান্টকে অবহিতকরণ।
| প্রতি উপজেলা হতে বৎসরে গড়ে ৩২০জন। |
১(খ) | উপজেলা আনসার-ভিডিপি অফিসারের অফিস | সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা) | ১। জেলা কমান্ড্যান্ট ২। উপজেলা আনসারভিডিপি কমর্কর্তা | বাৎসরিক প্রশিক্ষণনির্দেশিকায় প্রদত্ত কোটা অনুযায়ী উপজেলা আনসার ভিডিপি কমর্কর্তা প্রাথমিকপ্রশিক্ষণার্থী বাছাই করে জেলা কমান্ড্যান্ট এর নির্ধারিত তারিখে তাঁর নিকটপ্রেরণ করবেন চুড়ান্ত বাছাই এর জন্য। চুড়ান্ত বাছাই এর পরপ্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ শুরু করবেন এবং একুশ দিন জেলায় ও একুশ দিনআনসার-ভিডিপি একাডেমীতে প্রশিক্ষণ শেষে জেলা কমান্ড্যান্ট প্রশিক্ষণার্থীদেনিকট হতে অঙ্গীকারনামা গ্রহণ করার পর পুলিশ ভেরিফিকেশন সম্পন্নের পরচুড়ান্তভাবে সাধারণ আনসার হিসেবে তালিকাভুক্ত করবেন। | ৬০ (ষাট) দিন | বিনামূল্যে | আনসার বাহিনী আইন-১৯৯৫,আনসার বাহিনীপ্রবিধানমালা-১৯৯৬ ও বাৎসরিক প্রশিক্ষণ নির্দেশিকা | জেলা কমান্ড্যান্টকে অবহিত করা। | প্রতি উপজেলা হতে বৎসরে গড়ে ২-৭ জন। |
১(গ) | উপজেলাআনসার-ভিডিপি অফিসারের অফিস | পেশাভিত্তিকপ্রশিক্ষণ (ভেহিকেল মেইন্টেনেন্স, ফ্রিজ ও এয়ারকন্ডিশন মেরামত, ইলেকট্রিশিয়ান, বেসিক কম্পিউটার, মৎস্য চাষ, মোবাইল টেলিফোন সেট মেরামত ওরক্ষনাবেক্ষণ, উন্নত প্রযুক্তিতে আলু ও স্ট্রবেরী চাষ, সংরক্ষন ও ব্যবহার, অমৌসুমী সবজি চাষ, উন্নত প্রযুক্তিতে নার্সারী স্থাপন, ফুল চাষ, ফল চাষ, কমলা চাষ, চা চাষ, নকশি কাঁথা তৈরি, গবাদিপশু পালন, হাঁস মুরগী পালন, সেলাইপ্রশিক্ষণ, সোয়টার নিটিং ) | ১। জেলাকমান্ড্যান্ট ২। উপজেলা আনসার ভিডিপি কমর্কর্তা | আর্থিক বছরের শুরুতে বাৎসরিক প্রশিক্ষণনির্দেশিকা প্রাপ্তির পর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা উপজেলাপ্রশিক্ষক/প্রশিক্ষিকা ও ইউনিয়ন দলনেতা/দলনেত্রীর মাধ্যমে প্রশিক্ষণার্থীবাছাই করে জেলা কমান্ড্যান্ট এর অনুমোদন গ্রহণ করবেন এবং প্রশিক্ষণার্থীদেরপ্রশিক্ষণের জন্য নির্ধারিত স্থানে প্রেরণ করবেন। | বাৎসরিক প্রশিক্ষণ নির্দেশিকায় নির্ধারিত সময়। | বিনামূল্যে। | বাৎসরিকপ্রশিক্ষণ নির্দেশিকা | জেলাকমান্ড্যান্টকে অবহিত করা। | প্রতিউপজেলা হতে বৎসরে গড়ে ৩-৯ জন। |
২(ক) | উপজেলা আনসার-ভিডিপি অফিসারের অফিস | সরকারী/বেসরকারী সংস্থায় আনসার অঙ্গীভূতকরণ | ১। জেলা কমান্ড্যান্ট ২। রেঞ্জ কমান্ডারেরমনোনীত একজন কমর্কর্তা ৩। জেলার সার্কেল অ্যাডজুটান্ট ৪।সংশ্লিষ্ট উপজেলা আনসার-ভিডিপি কমর্কর্তা | তালিকাভুক্ত সাধারণ আনসারদের মধ্য হতে জেলা কমান্ড্যান্ট এরপ্রস্তাবনার প্রেক্ষিতে রেঞ্জ কমান্ডার এর অনুমোদনক্রমে কমিটির মাধ্যমেপ্যনেল প্রস্তুত করে জেলা কমান্ড্যান্ট রেঞ্জ কমান্ডারের চুড়ান্ত অনুমোদনগ্রহণ করে প্যানেলভুক্ত সদস্যদের তালিকা জেলা অফিসে প্রকাশ করেন এবংসংশ্লিষ্ট উপজেলা অফিসে প্রকাশের নিমিত্তে প্রেরণ করেন। প্যানেলভুক্ততালিকা হতে ক্রমানুসারে প্রত্যাশী সংস্থার চাহিদার প্রেক্ষিতে অঙ্গীভূতকরেন। | প্রত্যাশিত সংস্থারচাহিদা এবং অঙ্গীভূত আনসার সদস্যদের অ-অঙ্গীভূত হওয়া সাপেক্ষে। | বিনামূল্যে। | আনসারবাহিনী আইন-১৯৯৫,আনসার বাহিনী প্রবিধানমালা-১৯৯৬ | সংশ্লিষ্ট রেঞ্জ কমান্ডার। | প্রতি উপজেলা হতে বৎসরে গড়ে ০-৩০ জন। যেসবউপজেলায় মিল কারখানা সেখানে বেশী হয় আর যেখানে নাই সেখানে হয় না। |
২(খ) | উপজেলাআনসার-ভিডিপি অফিসারের অফিস | জাতীয়জরুরী প্রয়াজনে নিবার্হী আদেশবলে যেমন দূগার্পুজা, নিবার্চন (জাতীয়, স্থানীয় সরকার), এস এস সি পরীক্ষা, দূযোর্গ মোকাবেলা ইত্যাদিতে স্বল্পমেয়াদে আনসার অঙ্গীভূতকরণ | ১। জেলাকমান্ড্যান্ট ২। উপজেলা আনসার ভিডিপি কমর্কর্তা | আদেশপত্র প্রাপ্তি সাপেক্ষে প্লাটুনভুক্তআনসার-ভিডিপি সদস্যদের মধ্য হতে চাহিত সংখ্যক আনসার ১/২/৩/৪/৫/ দিনের জন্যজেলা কমান্ড্যান্ট কখনো কখনো উপজেলা আনসার ভিডিপি কমর্কর্তা দৈনিক ১৮০ (একশত আশি) টাকা ভাতায় আনসার অঙ্গীভূত করেন। | প্রত্যাশিত সংস্থার চাহিদা সাপেক্ষে | চাহিত সরকারী/বেসরকারী সংস্থা হতে জন প্রতি দৈনিক ১৮০ (এক শতআশি) টাকা হিসেবে | আনসারবাহিনী আইন-১৯৯৫,আনসার বাহিনী প্রবিধানমালা-১৯৯৬ | সংশ্লিষ্ট রেঞ্জ কমান্ডার। | প্রতিউপজেলা হতে বৎসরে গড়ে ১০-৫০ জন। |
৩। | অঙ্গীভূত আনসার মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা সেবা | ১। রেঞ্জ কমান্ডার ২। জেলা কমান্ড্যান্ট ৩।উপজেলা আনসার ভিডিপি কমর্কর্তা | প্রত্যাশিতসংস্থা নিরাপত্তার জন্য আনসার সদস্য চেয়ে নির্ধারিত ফরমে জেলাকমান্ড্যান্ট বরাবর আবেদন করবেন। সংস্থার আবেদনের প্রেক্ষিতে জেলাকমান্ড্যান্ট সংশ্লিষ্ট উপজেলা আনসার-ভিডিপি কমর্কর্তাকে সরজমিন পরিদশর্নপ্রতিবেদন দাখিলের নিদের্শ দেবেন। উক্ত পরিদশর্ন প্রতিবেদন প্রাপ্তিসাপেক্ষে জেলা কমান্ড্যান্ট নিজে কিংবা ক্ষেত্র বিশেষে তার উপযুক্তপ্রতিনিধির মাধ্যমে অধিকতর যাচাই করে নিজস্ব মতামত সহ সম্মিলিত পরিদশর্নপ্রতিবেদন রেঞ্জ কমান্ডারের নিকট উথ্থাপন করবেন। রেঞ্জ কমান্ডারপ্রতিবেদনের যৌক্তিকতা ও ক্ষেত্র বিবেচনা করে নিজে অনুমোদন করে জেলাকমান্ড্যান্টের নিকট ফেরৎ পাঠাবেন কিংবা প্রয়োজনে অনুমোদনের জন্য সদরদপ্তরে প্রেরণ করবেন। | ৩০ (ত্রিশ) দিন | নিরাপত্তা সেবা প্রাপ্তি নিশ্চিত হলে যতজন আনসারসদস্য নিরাপত্তার জন্য নিয়োজিত হবেন তাদের প্রত্যেকের তিন মাসের বেতন ভাতাএবং প্রত্যেকের প্রতিদিনের ভাতার ১০% আনুষঙ্গিক হিসেবে জেলা কমান্ড্যান্টএর নিকট চেকের মাধ্যমে জমা করতে হবে। | আনসারবাহিনী আইন-১৯৯৫,আনসার বাহিনী প্রবিধানমালা-১৯৯৬ ও গ্রাম প্রতিরক্ষাদল আইন, ১৯৯৫ | সংশ্লিষ্ট রেঞ্জকমান্ডার। | প্রতি উপজেলা হতে বৎসরে গড়ে০-৫ সংস্থা। যেসব উপজেলায় মিল কারখানা সেখানে বেশী হয় আর যেখানে নাইসেখানে হয় না। | |
৪। | উপজেলা আনসার-ভিডিপি অফিসারের অফিস | ক্ষুদ্র ঋণ সেবা | ৩। উপজেলা আনসার ভিডিপি কমর্কর্তা | আনসার ভিডিপির তালিকাভুক্ত সদস্য-সদস্যাউপজেলাআনসার ভিডিপি কমর্কর্তার কাছে প্লাটুন সনদ নিবে।আনসার ভিডিপি উন্নয়নব্যাংকের একটি শেয়ার ক্রয় করবে। ব্যাংক থেকে লোন প্রাপ্তি ফরম সংগ্রহ ওপূরণ করে জমা দিবে। | ০৭ (সাত) দিন | আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের একটি ১০০ (এক শত)টাকার শেয়ার ক্রয় | - | জেলা কমান্ড্যান্টকে অবহিত করা। | দেশের যে সকল উপজেলায় আনসার ভিডিপি উন্নয়নব্যাংকের শাখা আছে সে সকল উপজেলায় বৎসরে গড়ে ০-৫০ জন। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস