অনেক দিন আগে কথা এক কামিল পীর লাঠি হাতে অত্র ইউনিয়নে পদার্পন করিয়াছিলেন। যখন তিনি লাঠিতে ভর করে হাটতেন, তখন লাঠি থেকে থেরত থেরত শব্দ হইত। সেই থেকে থেতরাই নামের পরিচিতি হয়। লাঠির থেরত থেরত শব্দ থেকে থেতরাই নাম করণ করা হয়ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস