কুড়িগ্রাম জেলা সদর থেকে বাস/টেম্পু/ যোগে উলিপুর উপজেলা সদরের পোষ্ট অফিস মোড়ে নামতে হবে । দুরত্ব প্রায় ১৮.০০ কিঃ মিঃ, ভাড়া ২৫-৩০ টাকা । সেখান থেকে রিকসা যোগে গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয় গেটে নেমে রিকসা/অটো রিকসা যোগে প্রায় ৭.০০ কিঃ মিঃ দুরত্ব অতিক্রম করে থেতরাই বাজারে যেতে হবে । ভাড়া ১০-১৫ টাকা । বাজারের পার্শ্বেই থেতরাই ইউনিয়ন পরিষদ ভবন। ইউনিয়ন পরিষদ পর্যন্ত পাকা রাস্তা ।